Site icon Jamuna Television

টেকনাফে গোলাগুলিতে অস্ত্রধারী নিহত

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক অস্ত্রধারী রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় আহত হয় দুই র‍্যাব সদস্য।

র‍্যাব-১৫ জানায়, মাদক কারবারীদের খোঁজে বিকেলে লেদার মুছনী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্রধারী কয়েকজন রোহিঙ্গা।

আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি চালালে আনোয়ার সাদেক নামে একজন অস্ত্রধারী নিহত হয়। গুলিবিদ্ধ হন র‍্যাবের সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নেয়া হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে আনোয়ার সাদেক নামের এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া যায় অস্ত্র-গুলি ও ইয়াবা।

Exit mobile version