Site icon Jamuna Television

ঢাকা সিটি নির্বাচন: মনোনয়ন জমা দিয়েছেন আ’লীগের দুই মেয়র প্রার্থী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন আজ। দুপুরে দক্ষিণে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফজলে নূর তাপস ও উত্তরে আতিকুল ইসলাম তাঁদের মনোনয়ন জমা দেন।

মনোনয়ন জমা দিয়ে তাপস বলেন, ঢাকাবাসীর জন্য বহু কাজ করা বাকী। সবার সহযোগীতা চেয়ে মেয়র সাঈদ খোকনের সমর্থন পাবেন বলে আশা প্রকাশ করেন ফজলে নূর তাপস।

আতিকুল ইসলাম বলেন, নিশ্চয় শেষ পর্যন্ত সবাই ভোটে থাকবেন। ইভিএমে ভোট হওয়ায়

এদিকে সব ধরনের শোডাউন পরিহার করে মনোনয়ন ফরম জমা দেয়ার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আচরণবিধি না মেনে মনোনয়নপত্র জমা দিতে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বিশঙ্খলা ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার পর্যন্ত মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন। সাধারণ ও সংরক্ষিত আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন প্রায় এক হাজার প্রার্থী। জমা দিয়েছেন ৮৪ জন।

Exit mobile version