Site icon Jamuna Television

ইরানের সাথে ৬ বিশ্বশক্তির চুক্তি: যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ায় ব্যাহত শান্তি প্রক্রিয়া

ছয় বিশ্বশক্তির সাথে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ায় বাঁধাগ্রস্ত হয়েছে শান্তি প্রক্রিয়া। উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি হুমকির মুখে পড়েছে পুরো বিশ্ব।

সোমবার মস্কোয় চীন, রাশিয়া ও ইরানের যৌথ বিবৃতিতে দাবি করা হয় এ কথা। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জোর দেয়া হয় পরস্পরিক সম্পর্কন্নোয়নের ওপর। ইরানের ওপর একতরফা মার্কিন অবরোধের নিন্দা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি পশ্চিমারা শ্রদ্ধাশীল না হলে যেকোনো চুক্তিই অর্থহীন। ইরান ও চীনের সাথে আমাদের সম্পর্ক আগের চেয়েও অনেক ভালো। এ সুসম্পর্ক বজায় রাখতে চাই। কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পরস্পরের পাশে থাকতে চাই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, চুক্তিতে ইউরোপীয় দেশগুলোর সমর্থন সত্ত্বেও যুক্তরাষ্ট্রের একগুয়েমির কারণে ভুগতে হচ্ছে আমাদের। অযৌক্তিক অবরোধ দিয়ে ইরানের অর্থনীতি ধ্বংসের পায়তারা করছে তারা।

Exit mobile version