Site icon Jamuna Television

ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর আহ্বান: ওবায়দুল কাদের

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, দলের সমর্থন পাওয়া বেশ কিছু কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আসছে। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, সিটি নির্বাচনের সময় মন্ত্রীসভায় পরিবর্তনের সম্ভাবনা নেই।

Exit mobile version