Site icon Jamuna Television

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:

সারাদেশের ন্যায় নোয়াখালীতেও শীতার্ত গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার জেলার চৌমুহনী রেল ষ্টেশন এলাকায় ও চৌরাস্তায় গ্লোব ডেইরী ফার্ম কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

চৌমুহনী রেল ষ্টেশন এলাকায় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, পৌর মেয়র আক্তার হোসেন ফয়সলসহ সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

অন্যদিকে চৌরাস্তায় উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি শরীফুল ইসলাম, সহ সভাপতি সামছুউদ্দিন, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ ও তথ্য বিজ্ঞান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ প্রমুখ

Exit mobile version