Site icon Jamuna Television

ফেনী প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আরিফুর রহমান

ফেনী প্রতিনিধি
ফেনী প্রেস ক্লাব ২০২০ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে মুহাম্মদ আবু তাহের ভুইয়া (ডেইলি অবজারভার, ডিবিসি নিউজ, সাপ্তাহিক বর্ণমালা) সভাপতি ও মুহাম্মদ আরিফুর রহমান (যমুনা টিভি, দৈনিক আমাদের সময়, সারাবাংলা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৩১ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ফেনী প্রেস ক্লাব সভাপতি আসাদুজ্জামান দারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল রাসেলে’র সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অপরাপর পদে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি কামাল উদ্দিন ভূঞা (সাপ্তাহিক ফেনীর গৌরব), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহিববুল্লাহ ফরহাদ (বাংলাদেশ টুডে, সাপ্তাহিক ফেনী সমাচার), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল-মামুন (দ্য ডেইলি সান, সাপ্তাহিক কলকন্ঠ), দপ্তর ও প্রচার সম্পাদক নজির আহম্মদ রতন (নিউজ ২৪)।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- নুরুল করিম মজুমদার (সাপ্তাহিক হকার্স), মীর হোসেন মীরু (সাপ্তাহিক ফেনী বার্তা), আবু তাহের (দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার), বখতেয়ার ইসলাম মুন্না (সময় টিভি), রবিউল হক রবি (চ্যানেল আই, রেডিও টুডে, সাপ্তাহিক ফেনী খবর), শওকত মাহমুদ (বিটিভি, দৈনিক অজেয় বাংলা, সাপ্তাহিক নবকিরণ)।

সাধারণ পরিষদ সদস্যরা হলেন- জমির উদ্দিন বেগ (বাংলাদেশ প্রতিদিন, মাছরাঙ্গা টিভি), মাইনুল রাসেল (এসএ টিভি), নাজমুল হক শামীম (দৈনিক মানবজমিন, বিডি নিউজ), নজরুল ইসলাম রঞ্জু (একুশে টিভি)। এছাড়া সভায় আতিয়ার সজল (সময় টিভি), শাহজালাল ভূঞা (দৈনিক আমাদের অর্থনীতি), রাশেদুল হাসান (দৈনিক দেশ রুপান্তর, জাগো নিউজ) কে সাধারণ পরিষদে নতুন সদস্য পদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Exit mobile version