Site icon Jamuna Television

জেএসসিতে কাঙ্খিত ফল না করায় ছাত্রীর আত্মহত্যা

বরিশাল ব্যুরো
সদ্য প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে প্রত্যাশা পূরণ না হওয়ায় এক ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহিরা ইসলাম (১৩) বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি আজিমুল হক জানান, দুপুরে জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সাহিরার প্রত্যাশা ছিল সে জিপিএ-৫ পাবে। কিন্তু প্রকাশিত ফলাফলে তার ‘এ গ্রেড’ আসে।

প্রত্যাশা পূরণ না হওয়ায় নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সাহিরা। অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের ময়না তদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে।

Exit mobile version