Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় দাবানলে প্রাণ গেলো আরো এক ফায়ার সার্ভিসকর্মীর।

অস্ট্রেলিয়ার দাবানলে ফের প্রাণ গেলো ফায়ার সার্ভিসকর্মীর। মেলবোর্নের পাঁচটি এলাকা থেকে ১ লাখ মানুষকে সরে যাবার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুনভাবে ভিক্টোরিয়া রাজ্যের প্রায় ১০০ একর তৃণভূমিতে দাবানল ছড়িয়ে পড়ায়, জারি করা হয় জরুরি অবস্থা। এর আওতায় পড়েছে দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জ্বলছে সাধারণ মানুষের খামারবাড়ি, আবাদি জমি। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারের মাধ্যমে ছড়ানো হচ্ছে পানি ও বালু।

এদিকে, নিউ সাউথ ওয়েলসে বাতাসের তীব্রতায় হঠাৎ ছড়িয়েছে দাবানল। যাতে প্রাণ হারিয়েছেন এক ফায়ার সার্ভিসকর্মী, আরও দু’জনের অবস্থা সংকটাপন্ন। চলতি মৌসুমে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৭ ডিগ্রি সেলসিয়াস। দাবানলে প্রাণ গেছে ১০ জনের; পুড়ে ছাই এক হাজার ঘরবাড়ি। আগুনে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ৭৪ লাখ একর বনভূমি।

Exit mobile version