Site icon Jamuna Television

চতুর্থ দিনে গড়ালো রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন

চতুর্থ দিনে গড়ালো রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে মিলগেটে অবস্থান করছেন খুলনা, রাজশাহী, চট্টগ্রাম আর নরসিংদীর পাটকল শ্রমিকরা।

শীতের মধ্যেও দাবি আদায়ে নিজ নিজ মিলগেট ছেড়ে যাননি খুলনার শ্রমিকেরা। তারা বলছেন, আশা ছিল নতুন বছরের আগেই তাদের দাবি পূরণ হবে। কিন্তু আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় পরিবার থেকে দূরে ঠাণ্ডার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের।

শ্রমিকরা বলছেন, গতকাল অনেকের সন্তান জেএসসি-জেডিসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। কিন্তু এই আনন্দ ছোঁয়নি শ্রমিক পরিবারগুলোকে। ১১ দফা পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তারা।

এরআগে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত একই কর্মসূচি পালন করেন পাটকল শ্রমিকরা।

Exit mobile version