Site icon Jamuna Television

নতুন বছরেও বিক্ষোভে উত্তাল হংকং

নানা আয়োজনে নতুন বছরকে বরণে যখন ব্যস্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত তখনও বিক্ষোভে উত্তাল হংকং। বুধবার ভোর থেকেই নানা দাবিতে বিক্ষোভ শুরু করেন হংকংবাসী।

এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ারশেল ছোঁড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চলে দফায় দফায় সংঘাত।

বর্ষবরণ উপলক্ষে শহরটির ঐতিহ্যবাহি ভিক্টোরিয়া হারবারে ছিলো আতোশবাজির আয়োজন। নিরাপত্তার কারণে পরে তা বাতিল করে প্রশাসন। প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গেলো জুনে শুরু হয় আন্দোলন।

পরে সেই বিল বাতিল হলেও প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগসহ ৫ দফা দাবিতে এখনও বিক্ষোভে অনড় হংকং এর সাধারণ নাগরিক।

Exit mobile version