Site icon Jamuna Television

বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে স্কুলগুলোতে চলছে বই উৎসব

বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে স্কুলগুলোতে চলছে বই উৎসব।

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন পাঠ্য বই। আয়োজনকে ঘিরে বর্নিল সাজে সেজেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

২০২০ শিক্ষা বর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে বিনামূল্যের নতুন বই।

বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা বলছেন, নতুন ক্লাসে ওঠার আনন্দ কয়েক গুণ বাড়িয়েছে বইয়ের মিষ্টি গন্ধ।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদেশে প্রায় চার কোটি ৩০ লাখ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে নতুন ৩৫ কোটি ৩১ লাখের বেশি বই।

Exit mobile version