Site icon Jamuna Television

থার্টি ফার্স্ট নাইটের বিধিনিষেধ মানতেই হবে

দেশের মানুষের নিরাপত্তার স্বার্থেই থার্টি ফাস্ট নাইটে অনুষ্ঠান আয়োজনে কড়াকড়ি করা হয়েছে। তাই নাগরিকদের এসব বিধিনিষেধ মেনেই এ উৎসবে অংশ নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ মঙ্গলবার বিকালে ইস্কাটনের পুলিশ কনভেনশন হলে ঢাকা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, থার্টি ফাস্ট নাইটে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো আয়োজন করা যাবে না।

ওই রাতে নাগরিকদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে জানিয়ে মন্ত্রী বলেন, বড়দিনের মতোই নগরবাসী নির্বিঘ্নে থার্টি ফাস্ট উদযাপন করতে পারবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান-বনানী এলাকাগুলো বাড়তি নজরদারিতে রাখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version