Site icon Jamuna Television

২০৩০ সালের মধ্যে ঢাকায় ৬ মেট্রোরেল: ওবায়দুল কাদের

২০২১ সালের মধ্যেই মেট্রোরেলের প্রথম ফেজ ও ২০৩০ সালের মধ্যে রেলের আরও ৬টি প্রকল্পের কাজ শেষ হবে।

আজ বুধবার সকালে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মেট্রোরেলের রেল ও ট্র্যাক স্থাপন কাজের উদ্বোধন শেষে এসব বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের সাড়ে আট কিলোমিটার এখন দৃশ্যমান। ২০৩০ সালে ঢাকা শহরে যানচলাচলের চিত্র বদলে যাবে।

পাতালরেল প্রকল্পের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, খুব শিগগিরই এমআরটি লাইন-১ ও ৫ এর কাজ শুরু হবে। সঙ্গে থাকবে পাতালরেল সাড়ে ১৩ কিলোমিটার। ইতোমধ্যে ডিপিপি অনুমোদন হয়েছে। তাই কাজ দ্রুত শুরু করতে কোনো বাধা নেই।

Exit mobile version