Site icon Jamuna Television

হাতিয়ায় ইয়াবাসহ দুই ভাই আটক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে অভিযান চালিয়ে নাছির উদ্দিন (৩৩) ও মনির উদ্দিন (২৪) নামের দুই ভাইকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে আনামিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন ও মনির উদ্দিন।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লে. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি নাছির ও মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৭৮ পিস ইয়াবাসহ তাদের দুইজনকে আটক করা হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version