Site icon Jamuna Television

নতুন যুগে টেস্ট ক্রিকেট

নতুন যাত্রা শুরু করল টেস্ট ক্রিকেট। ইতিহাসে প্রথমবারের মতো চার দিনের আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। পোর্ট এলিজাবেথ টেস্ট মাঠে গড়ার সাথে সাথে রচিত হয় এই ইতিহাস।

ক্রিকেটের নিয়মে নতুন কিছু পরিবর্তনও এসেছে এই টেস্টের মধ্য দিয়ে। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, পাঁচ দিনের টেস্টে প্রতিদিন কমপক্ষে ৯০ ওভার খেলা মাঠে গড়াতে হবে। যেহেতু এক দিন কমে যাচ্ছে তাই সেটা পুষিয়ে নেয়ার জন্য প্রতিদিন ৯৮ ওভার খেলতে হবে। এজন্য প্রতিদিনের খেলা ৩০ মিনিট বাড়ানো হবে। আর আইসিসির এই সব নতুন নিয়ম কার্যকর হচ্ছেে এই টেস্টের মধ্য দিয়ে।

এছাড়া পোর্ট এলিজাবেথ শুধু চার দিনের টেস্ট না, একই সাথে এটি চার দিনের প্রথম ডে-নাইট টেস্টও। আরেকটি নিয়ম এই টেস্টের মধ্য দিয়ে কার্যকর হচ্ছেে, ফলোঅন করানোর জন্য পাঁচ দিনের টেস্টে যেখানে ২০০ রানের দরকার হত, এখন সেখানে প্রথম ইনিংসে ১৫০ রান ফলোঅনের জন্য যথেষ্ট বলে গণ্য হবে।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version