Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপে হ্রাস পেয়েছে ঝরে পড়া শিক্ষার্থীর হার: এমপি শাওন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। হ্রাস পেয়েছে ঝরে পড়া শিক্ষার্থীর হার। এমনটা বলেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উদ্বোধন করেন তিনি।

বলেন, বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের কারণে। পাঠদানে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। পরে ন্যায্যমূল্যে ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version