Site icon Jamuna Television

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হো‌সেন চৌধুরীর বাসায় হামলা, প্রতিবাদ

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধিঃ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর বাসায় সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৭ টায় বাসার সামনে পটুয়াখালী জেলা বিএনপির উ‌দ্যো‌গে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, সহ-সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, যুব বিষয়ক সম্পাদক জেলা বারের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন প্রমুখ।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম বলেন, কোন কারণ ছাড়া বিনা উষ্কানিতে সরকারি দলের ছাত্র সংগঠনের প্রায় শতাধিক কর্মী লাঠি, রড ও দেশী তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে নতুন বছের প্রথম দিনে আলতাফ হোসেন চৌধুরীর বাসায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। তিনি সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবি করেন।

এ দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভুইয়া জানান, আলতাফ চৌধুরীর বাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়, ছাত্রদলে বিবাদমান দুই গ্রুপের তাণ্ডবের ফল এটি।

Exit mobile version