Site icon Jamuna Television

বাগদাদে মার্কিন দূতাবাস ছাড়লেন অবরোধকারীরা

ইরানপন্থী বিক্ষোভকারীরা বাগদাদে অবরোধ করে রাখা মার্কিন দূতাবাস বুধবার ত্যাগ করেছেন। দূতাবাসটি অবরোধ করার একদিন পর আধা-সামরিক বাহিনী হাশেদ আল-শাবি বিক্ষোভকারীদের চলে যাওয়ার নির্দেশ দেয়। খবর এএফপির।

ইরানে প্রশিক্ষণ গ্রহণকারী হাশেদের হাজার হাজার ইরাকি সমর্থক মঙ্গলবার মার্কিন দূতাবাস চত্বর ঘেরাও করেছিল। সপ্তাহান্তে মার্কিন বিমান হামলায় হাশেদের ২৫ যোদ্ধা নিহত হওয়ার প্রতিবাদে তারা সেটি অবরোধ করে।

তারা সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের বিভিন্ন তল্লাশিচৌকি দিয়ে নির্বিঘ্নে বেরিয়ে যায়। সেখানে অভ্যর্থনা এলাকা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ‘আমেরিকা নিপাত যাক’ শ্লোগান দেয় এবং দেয়ালে ইরানপন্থী বিভিন্ন শ্লোগান লিখে রাখে।

ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি দূতাবাস ত্যাগ করতে বিক্ষুব্ধ জনতার প্রতি আহ্বান জানালেও তাদের অধিকাংশ দূতাবাস চত্বরের বাইরে স্থাপন করা বিভিন্ন তাঁবুতে রাত কাটায়।

বুধবার সকালে হাশেদ বাহিনীর পোশাক পরিহিত বিক্ষোভকারীরা মার্কিন পতাকা জ্বালিয়ে দেয় এবং দূতাবাস চত্বরের ভেতরে পাথর নিক্ষেপ করে।

এসময় ভিতরে থাকা নিরাপত্তা বাহিনীর কর্মীরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ছুঁড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। দুপুরের পর হাশেদ বাহিনী তাদের সমর্থকদের দূতাবাস চত্বর ছেড়ে দেয়ার আহ্বান জানালে তারা সেখান থেকে চলে যায়।

এএফপির এক ফটোগ্রাফার বিক্ষোভকারীদের তাদের তাঁবু গুটিয়ে নিয়ে গ্রিন জোন ছেড়ে চলে যেতে দেখার কথা জানিয়েছে।

Exit mobile version