Site icon Jamuna Television

দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের -ফাইল ছবি

দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। দিনদিন এই সংখ্যা আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে শীতার্ত মানুষকে ত্রাণ বিতরণ বিষয়ে সমন্বয় সভায় তিনি বলেন, এভাবে বিএনপির জনপ্রিয়তা তলানিতে যাচ্ছে।

ইভিএমএ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, অতীতে ইভিএমে কখনো কারচুপি হয়নি। যেখানে এই মেশিন ব্যবহার হয়েছে সেখানে বিএনপির জেতার সংখ্যাই বেশি। ১১ থেকে ১৩ জানুয়ারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি টিম উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করবে বলেও জানান ওবায়দুল কাদের।

Exit mobile version