Site icon Jamuna Television

নিখোঁজের ৪ দিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার পৌর এলাকার কাঞ্চনমুড়ী এলাকা থেকে নিখোঁজের ৪দিন পর পরিত্যক্ত একটি সেফটি ট্যাংক থেকে সাইদুর রহমান (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে সেফটি ট্যাংকে ফেলে গেছে ঘাতকরা। নিহত সাইদুর কাঞ্চন মুড়ি গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক। এই ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম।

পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় সাইদুর। পরে রাত সাড়ে ৮টা পর থেকে তার মোবাইলে যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন। সে থেকে নিখোঁজ হয় সাইদুর। পরদিন তাকে খুঁজে না পেয়ে কসবা থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। বৃহস্পতিবার সকালে কাঞ্চন মুড়ি এলাকার পরিত্যাক্ত একটি টয়লেটের সেফটি ট্যাংকে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Exit mobile version