Site icon Jamuna Television

বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাইজুলকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির।

তিনি বলেন, তাইজুলের বিরুদ্ধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে এবং একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। আগামীকাল তাকে আদালতে নেয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে দলগুলো প্রার্থী মনোনয়ন দিয়েছেন। নির্বাচন কমিশনও প্রার্থীতা চূড়ান্ত করেছেন।

Exit mobile version