Site icon Jamuna Television

বিস্ফোরণে সাংবাদিকের ছেলের মৃত্যু

এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস।
ভোরে নিজ বাসায় এসি বিস্ফোরণে ঘটনায় আগুনে পুড়ে মারা যায় পিয়াস।

এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু। পরে সকাল ৭টার দিকে পিয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পিয়াসের বাবা আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পরায় তিনিও চিকিৎসাধীন। মোয়াজ্জেম হোসেন নান্নু যুগান্তর পত্রিকার অপরাধ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে কর্মরত।

Exit mobile version