২০২০ সালের প্রথমদিন ৬৭ হাজার ৩৮৫ শিশু ভূমিষ্ঠ হলো ভারতে। নববর্ষে কোন দেশে এতো বিপুলসংখ্যক শিশুর জন্মগ্রহণের ক্ষেত্রে এটি নতুন রেকর্ড।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, সারা বিশ্বে জন্ম নিয়েছে তিন লাখ ৯২ হাজার ৭৮ শিশুর। যাদের ১৭ ভাগের জন্ম ভারতে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। বুধবার, জনবহুল দেশটিতে জন্ম নেয় ৪৬ হাজার ২৯৯ শিশু। পরের অবস্থানে রয়েছে যথাক্রমে নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র।
২০২০ সালের প্রথম শিশুটির জন্ম হয়েছে ফিজিতে। আর, শেষ শিশুর জন্মস্থান যুক্তরাষ্ট্র।

