Site icon Jamuna Television

‘দ্য ব্যাংকার’ পত্রিকার র‍্যাংকিংয়ে বিশ্বসেরা অর্থমন্ত্রী মুস্তফা কামাল

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ‘বিশ্বের সেরা’ অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা দ্য ব্যাংকার।

আজ বৃহস্পতিবার পত্রিকাটির এক প্রতিবেদনে জানানো হয়. মুস্তফা কামালকে ‘গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এবারই প্রথম বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী এই পুরষ্কারে ভূষিত হয়েছেন।

অর্থমন্ত্রীদের আর্থিক খাতে গতিশীলতা আনয়নসহ দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসহ সার্বিক বিবেচনায় এ পুরস্কারে ভূষিত করা হয়ে থাকে। এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ- এই পাঁচটি অঞ্চল থেকে পাঁচ জন অর্থমন্ত্রীকে পুরস্কৃত করা হয়। এবং তাদের মধ্য থেকে একজনকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ অর্থমন্ত্রী ঘোষণা করা হয়।

চলতি বছর ইউরোপে সেরা অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী পেসকাল ডোনোহে, মধ্যপ্রাচ্যে কুয়েতের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফা, আফ্রিকায় রুয়ান্ডার ইজিয়েল দাগিজিমানা এবং আমেরিকা মহাদেশে ব্রাজিলের অর্থমন্ত্রী পাওলো গুয়েদেসের নাম ঘোষণা করা হয়।

Exit mobile version