Site icon Jamuna Television

বয়স চুরির অভিযোগে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

বয়স চুরির অভিযোগে এক বছর নিষিদ্ধ হলেন ভারতীয় ক্রিকেটার মনজ্যোত কালরা। এসময় তিনি পেশাদার কোনো ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারবেন না।

২০১৮ সালে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি উপহার দিতে অনন্য ভূমিকা রাখেন কালরা। যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে ভারতে ৮ উইকেটের জয় উপহার দেন কালরা।

যুব বিশ্বকাপে ভারতকে শিরোপা উপহার দেয়া সেই কালরাকেই বয়স চুরির অভিযোগে রঞ্জি ট্রফি থেকে এক বছর নিষিদ্ধ করেছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)।

দিল্লির এ ক্রিকেটার অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় বয়স চুরি করেছিলেন। যে কারণে চলতি মৌসুমে রঞ্জি ট্রফি থেকে নির্বাসিত করা হল তাকে।

মনজ্যোত কালরাকে নির্বাসিত করা প্রসঙ্গে দিল্লি ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা বলেন, যে অপরাধের জন্য নিথিশ রানাকে ছেড়ে দেয়া হলো, অথচ সেই একই কারণে কালরাকে শাস্তি দেয়া হলো। কি হচ্ছে তা ঠিক বুঝে উঠতে পারছি না।

Exit mobile version