Site icon Jamuna Television

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

মার্কিন হামলায় ইরান ও ইরাকের শীর্ষ সেনা কর্মকর্তাদের প্রাণহানির ধাক্কা লেগেছে আন্তর্জাতিক তেলের বাজারে। শুক্রবার অপরিশোধিত জ্বালানির দাম এক লাফে বেড়েছে চার শতাংশের বেশি।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯ দশমিক এক-ছয় ডলারে। যা গেল তিন মাসে সর্বোচ্চ। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেলও ব্যারেলপ্রতি প্রায় তিন শতাংশ বেড়ে বিক্রি হচ্ছে, ৬২ দশমিক নয়-চার ডলারে।

ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেল সরবরাহে ঘাটতির শঙ্কায় বাড়ছে দাম। তেলের দরবৃদ্ধির নিম্নমুখী প্রভাব পড়েছে হংকং, সাংহাই, টোকিওসহ এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোতে।

Exit mobile version