Site icon Jamuna Television

জেনারেল সোলাইমানির স্থলাভিষিক্ত হলেন জেনারেল কায়ানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র এলিট ফোর্স হিসেবে পরিচিত কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হবার পর এই পদে নিয়োগ পান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি। খবর ইরানী সংবাদ সংস্থা পার্স টুডে’র।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী তাকে এই পদে নিয়োগ দেন।

নিয়োগপত্রে বলা হয়েছে, ‘আইআরজিসি শীর্ষস্থানীয় কমান্ডারদের একজন হচ্ছেন ইসমাইল কায়ানি। তিনি ইরাকের চাপিয়ে দেওয়া প্রতিরোধ যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বহু বছর ধরে কুদস ফোর্সে শহীদ জেনারেল সোলাইমানির পাশে থেকে গোটা অঞ্চলে সেবা দিয়েছেন।’

দায়িত্ব পাবার পর কুদস ফোর্সের কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করেছেন জেনারেল কায়ানি।

আজ (শুক্রবার) ভোর ইরাকের বাগদাদ বিমান বন্দরের কাছে আমেরিকান সেনাবাহিনীর হামলায় জেনারেল সুলাইমানি নিহত হন এই হামলায় সোলাইমানির সাথে আরও নিহত হন ইরাকের হাশদ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটস সংক্ষেপে পিএমইউ’র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিস।

Exit mobile version