Site icon Jamuna Television

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: যমুনা গ্রুপ চেয়ারম্যান

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেক্ট্রনিক্সের সৌজন্যে ও মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে যমুনা গ্রুপ। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজন সম্মিলিত প্রয়াস। ব্যবসা-বাণিজ্যের প্রসারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির সভাপতি আবুল খায়ের তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যমুনা ইলেকট্রনিক ফ্যান এন্ড ক্যাবলস এর জিএম ওয়াহিদ ফরহাদ, ডিজিএম জাহিদ হোসেন চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার সামসুজ্জোহা। অনুষ্ঠান শেষে একটি র‍্যাফেল ড্র এর আয়োজন করা হয়।

Exit mobile version