Site icon Jamuna Television

রাজশাহীতে সন্দেহভাজন চার জঙ্গি আটক

রাজশাহীর পুঠিয়া থেকে সন্দেহভাজন চার জঙ্গিকে আটক করা হয়েছে। র‌্যাব’র দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ক্ষুদ্রজামিরা গ্রামে অভিযান চালানো হয়। আটক করা হয় হায়াত উল্লাহ রুবেল, আব্দুল রহিম, মিজানুর রহমান ও মুকুল হোসেন নামে চার জঙ্গিকে। এসময় উদ্ধার করা হয় বেশ কয়েকটি উগ্রবাদী বই ও পুস্তক। আটক জঙ্গিদের বড় ধরণের নাশকতার পরিকল্পনা ছিলো বলে দাবি করে র‌্যাব।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version