Site icon Jamuna Television

ফরিদপুরে সমবায় সমিতির নারী ব্যবস্থাপনা পরিচালক খুন

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে লিপি আক্তার (৩৫) নামে এক নারী খুন হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঠাকুরপাড়া ও মুন্সি পাড়ার গ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি আখ ক্ষেতের পাশে থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের মাথা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

লিপি আক্তার চন্দনা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক । তিনি বাগাট মুন্সি পাড়া গ্রামের মির্জা শহিদুল ইসলামের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাগাট বাজার এনজিও কার্যালয়ের কাজ শেষে বাড়ী ফেরার উদ্দেশে বের হন লিপি। কিন্তু সারারাতে তিনি বাড়ি ফিরে যাননি। লিপি গভীর রাত পর্যন্ত বাড়ীতে না ফেরায় তাঁর স্বামী মির্জা শহিদুল ইসলাম তাঁর স্ত্রীর দুটি মুঠোফোনে ফোন করে দুটি মুঠোফোনই বন্ধ পান। অবশেষে শুক্রবার সকালে পুলিশ আখ ক্ষেত থেকে লিপির লাশ উদ্ধার করে।

এ ঘটনার পর থেকে লিপিকে নিয়মিত বহনকারী ভ্যান চালক সৌকিব (১৬) নিখোঁজ রয়েছে।

বাগাট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন হত্যাকাণ্ডের মোটিফ ঠিকমত বোঝা যাচ্ছে না। পারিবারিক কলহের কথা শোনা যায়নি। তবে যেহেতু তিনি এনজিও করেন তাই রাতে ফেরার সময় তার কাছে টাকা থাকতে পারে এ ধারনা থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত করে মৃতের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল আলম বলেন, এ ব্যাপারে মৃত লিপি আক্তারের ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন শুক্রবার সন্ধ্যায়। নিখোঁজ ভ্যান চালকের সন্ধানে তল্লাশি করা হচ্ছে।

Exit mobile version