Site icon Jamuna Television

বিপিএলে মুশফিকের রানের রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। ৭৯ ম্যাচ খেলে ১৪টি ফিফটি নিয়ে ২ হাজার ৬৩ রান করেছেন মুশফিকুর রহিম।

আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৩৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৬৪ রান করে এই মাইল ফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে মুশফিকের একার লড়াইয়ের পরও ঢাকা প্লাটুনের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১২ রানে হেরে যায় খুলনা টাইগার্স।

অবশ্য মুশফিকের চেয়ে ১৩ ম্যাচ কম খেলে এক সেঞ্চুরি আর ১৯টি ফিফটির সাহায্যে আগেই ২ হাজার ১৪৩ রান করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

বিপিএলে রান সংগ্রহে তিন, চার ও পাঁচ নম্বর পজিশনে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (১৬৯৫), ইমরুল কায়েস (১৬২১) ও সাব্বির রহমান রুম্মন (১৫৩৯)।

Exit mobile version