Site icon Jamuna Television

ল্যাবুশানের ডাবল সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

সিরিজের ৩য় টেস্টে মারনাস ল্যাবুশানের ডাবল সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে অজিরা।এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৯ উইকেটে ৪৩৮ রান।

আগের দিনের ৩ উইকেটে ২৮৩ রান নিয়ে ২য় দিনের খেলা শুরু করেন ল্যাবুশানে আর ম্যাথিউ ওয়েড। অবশ্য এদিন কোন রান না করেই ফেরেন ওয়েড। এরপর ট্রাভিস হেড আর অধিনায়ক টিম পেইনকে সাথে নিয়ে দলের সংগ্রহ চারশ ছাড়ান ল্যাবুশানে। হেড ১০ আর পেইন করেন ৩৫ রান। এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ১ম ডাবল সেঞ্চুরি তুলে নেন মারনাস ল্যাবুশানে। দলীয় ৪১৬ রানে ক্যারিয়ার সেরা ২১৫ রান করে আউট হন তিনি।

Exit mobile version