Site icon Jamuna Television

‘সার্জিক্যাল স্ট্রাইক’ ছিলো পাকিস্তানের জন্য সতর্কবার্তা: ভারতের সেনাপ্রধান

পাকিস্তানের জন্য ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ছিলো ভারতের স্পষ্ট বার্তা। দেশটি যেনো সন্ত্রাসবাদকে ফের ইন্ধন দিতে না পারে, সেজন্যেই ছিলো অভিযানটি। শুক্রবার, এ কথা জানান ভারতের নতুন সেনাপ্রধান এমএম নারাভানে।

জনপ্রিয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেয়া সাক্ষাৎকারে জানান, জঙ্গিদের অর্থ-অস্ত্র দিয়ে সহযোগিতা করার শাস্তি হিসেবে ২০১৬ সালে চালানো হয় বালাকোট অভিযান।

বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রকে সতর্ক করা হয়। এরফলে, রাজনৈতিক উদ্দেশ্যে চরমপন্থি সংগঠনকে ব্যবহারের আগে অন্তত ১০ বার ভাববে ইসলামাবাদ।

হুঁশিয়ার করেন, চিরবৈরী প্রতিবেশীর যেকোন কূটকৌশল মোকাবেলায় সদাসতর্ক নয়াদিল্লি। তার দাবি, লাইন অব কন্ট্রোলে এখনো সক্রিয় চরমপন্থি সংগঠনগুলো। নির্দেশ পেলেই, মূলোৎপাটনে চালানো হবে অভিযান। ৩১ ডিসেম্বর, ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এমএম নারাভানে।

Exit mobile version