Site icon Jamuna Television

স্ত্রীকে উৎসর্গ করে জাস্টিন বিবারের ‘ইয়াম্মি’ গান

পপস্টার জাস্টিন বিবার তার স্ত্রী হেইলি ব্যাল্ডউইনকে উৎসর্গ করে গান গেয়েছেন। নতুন বছরে তিনি নতুন এ্যালবামের ‘ইয়াম্মি’ শিরোনামের একটি গান প্রাশ করেন। গানটি তিনি স্ত্রীকে উৎসর্গ করেছেন।

২৫ বছর বয়সী এই তারকা জানান, ২০২০ সালে বিরতি ভেঙে নতুন অ্যালবাম নিয়ে হাজির হতে যাচ্ছেন। বিবারের নতুন একক গানটির দৈর্ঘ্য ৩ মিনিট ৩০ সেকেন্ড। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নতুন এ্যালবাম নিয়ে যুক্তরাষ্ট্রে সফরে যাবেন বিবার। তবে তিনি যুক্তরাজ্যের শো কবে করবেন তা ঘোষণা করেননি।

ইনস্টাগ্রামে বিবার লেখেন, ‘মানুষ হিসেবে আমরা কেউই পরিপূর্ণ না। আমার অতীত, আমার ভুলগুলো এবং সমস্ত কিছুই আমি পার করে এসেছি। আমি বিশ্বাস করি, যেখানে আমার থাকার কথা ছিল, আমি ঠিক সেখানেই আছি। ঈশ্বর আমাকে যেখানে চাইবেন আমি ঠিক সেখানেই থাকবো’।

Exit mobile version