Site icon Jamuna Television

অনুষ্ঠানের মঞ্চেই কান্নায় ভেঙে পড়লেন দীপিকা

অনুষ্ঠানের মঞ্চেই অঝোর কান্নায় ভেঙে পড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তা সবশেষ ছবি ‘ছপাক’র ট্রেইলার থেকে টাইটেল ট্র্যাক লঞ্চ পর্যন্ত সব ক’টি অনুষ্ঠানেই তাকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। সবশেষ অনুষ্ঠানে তিনি এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তাকে সামলাতে পরিচালক মেঘনা গুলজার এগিয়ে আসেন। সিনেমার প্রচারে কোনও চরিত্রের জন্য এতটা ইমোশনাল হতে খুব কম অভিনেত্রীকেই দেখা গেছে।

সম্প্রতি ‘ছপাক’-এর প্রচারণায় টেলিভিশনের এক রিয়্যালিটি শোয়ে গিয়েছিলেন দীপিকা। সেখানে তাকে ট্রিবিউট জানিয়ে এক প্রতিযোগী পারফর্ম করেন। তা দেখেও ঝরঝর করে কেঁদে ফেলেন অভিনেত্রী। মূলত মানসিক অবসাদের কথা বলতে গিয়ে মূলত কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

‘ছপাক’ ছবিতে এসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্র করতে গিয়ে সেটেও অনেকবার ভেঙে পড়েছিলেন নায়িকা। এমনিতে দীপিকাকে যারা ফলো করেন, তারা জানেন জীবনের যেকোন বিশেষ মুহূর্তের কথা বলতে গেলেই চোখ ভিজে যায় তার। তা স্বামী রণবীর সিংহকে নিয়ে হোক বা বাবা প্রকাশ পাড়ুকোন। তবে, অনুভূতির আবরণহীন প্রকাশকে দীপিকার সাহসী ব্যক্তিত্বের সাথেই মেলাচ্ছেন তার ভক্তরা।

Exit mobile version