Site icon Jamuna Television

ইশতেহারে যানজট নিরসন ও সবুজায়ন গুরুত্ব পাবে: আতিকুল ইসলাম

সিটি নির্বাচনের ইশতেহারে যানজট নিরসন ও সবুজায়ন কর্মসূচি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

আজ শনিবার সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

এসময় আতিকুল ইসলাম বলেন, প্রতিপক্ষ যেই হোক না কেন সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সিটি নির্বাচন অংশগ্রহণমূলক ও পরিচ্ছন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি। আতিক জানান, দ্রুতই সব নাগরিকের ঘরে যাবেন তিনি। স্বপ্নের ঢাকা গড়তে সবার দোয়া ও সমর্থন চান আতিকুল ইসলাম।

Exit mobile version