Site icon Jamuna Television

কম্বোডিয়ায় ভবন ধসে নিহত ৭

কম্বোডিয়ায় ভবন ধসে প্রাণ গেছে কমপক্ষে সাত জনের। শুক্রবারের দুর্ঘটনায় আহত আরও কমপক্ষে ২০ জন।

বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এখনও ধ্বংসস্তুপের মাঝে চাপা পড়ে আছে অনেকে। জীবিত উদ্ধারের আশায় খুব সাবধানে চলছে উদ্ধারকাজ।

কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় সাত তলা ভবনটির উপরের তলায় কাজ করছিলেন শ্রমিকরা। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী হুন সেন। ভবন ধসের কারণ জানা যায়নি এখনও। অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।গত বছর জুনে এক ভবন ধসে দেশটিতে ২৬ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।

Exit mobile version