Site icon Jamuna Television

গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৫২২৭ জন

গত বছর সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২২৭ জন নিহত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই আন্দোলন। এ সংখ্যা ২০১৮ সালের তুলনায় ৭৮৮ জন বেশি।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ২০১৯ সালের সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করেন সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

তিনি জানান, প্রশাসন আর পুলিশের অবহেলায় গত বছর মহাসড়কে সড়ক দুর্ঘটনা বেশি হয়েছে।

ইলিয়াস কাঞ্চন অভিযোগ করেছেন, নতুন সড়ক পরিবহন আইন নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, নতুন পরিবহন আইন নিয়ে চালকদের মাঝে ভুল ধারণা দেয়া হয়েছে। হেলমেট পড়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি কমেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

Exit mobile version