Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

চুয়াডাঙ্গায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি চরমপন্থি সংগঠন জনযুদ্ধের শীর্ষ নেতা।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় চরমপন্থি নেতা কেতু’কে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। ভালাইপুর মোড়ে পৌঁছালে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও জবাব দিলে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় সে। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয় পুলিশের ৫ সদস্য। ঘটনাস্থল থেকে ১টি দেশীয় রিভলবার, ২ রাউন্ড কার্তুজ, বোমা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version