Site icon Jamuna Television

তিন চিকিৎসককে কারাগারে প্রেরণের ঘটনায় চিকিৎসকদের এক ঘন্টা কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়ায় তিন চিকিৎসককে কারাগারে প্রেরণের ঘটনায় চট্টগ্রামে এক ঘন্টা কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামের চিকিৎসকরা।

আজ শনিবার সকালে চট্টগ্রামের সরকারী-বেসরকারী সব হাসপাতালে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ ছিলো। তবে জরুরি বিভাগের সেবা এবং জরুরি অপারেশন কার্যক্রম চালু ছিল বলে দাবি করেন চিকিৎসকরা।

চিকিৎসকরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে কথিত ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসকদের হেনস্তা ও শারীরিক লাঞ্ছনা করা হচ্ছে। কথিত ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসকদের নামে ফৌজদারি আইনে মামলার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

Exit mobile version