Site icon Jamuna Television

ঘরের মাঠেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেই ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা। কেপটাউন টেস্টে ইংল্যান্ডের করা ২৬৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় স্বাগতিকরা।

দলকে খেলায় ফেরাতে দায়িত্বশীল ব্যাটিং করছেন ওপেনার ডিন এলগার ও রিশি ভেন দার ডুসেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ১৪১ রান। ৭৭ ও ৪৬ রানে ব্যাট করছেন এলগার ও ডুসেন।

শুক্রবার কেপটাউনে শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড। কাগিসো রাবাদা, ভারনন ফিলিন্ডার, আনরিচ নর্টিজ ও ডুয়াই পিটোরিয়াসের গতির তাণ্ডবের মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংলিশ ব্যাটসম্যানরা।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে তরুণ ব্যাটসম্যান অলি পোপের (৬১) ফিফটি আর বেন স্টোকসের ৪৭ রানের ইনিংসে ভর করে ২৬৯ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।

প্রসঙ্গত, চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় সেঞ্চুরিয়ানে ১০৭ রানের জয়ে এগিয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ড: ১ম ইনিংস-২৬৯/১০ (অলি পোপ ৬১, বেন স্টোকস ৪৭, জো ডেনলি ৩৮, জো রুট ৩৫, ডম সিবলি ৩৪, বাটলার ২৯; রাবাদা ৩/৬৮, পিটোরিয়াস ২/২৬, ফিলিন্ডার ২/৪৬, নর্টিজ ২/৫৬)।

দক্ষিণ আফ্রিকা: ১ম ইনিংস-১৪১/৩ (এলগার ৭৭*, ডুসেন ৪৬*; স্টুয়ার্ড ব্রড ২/২৫)।

Exit mobile version