Site icon Jamuna Television

ক্রিকেটারদের ফুটবল খেলা নিষিদ্ধ করলো ইংল্যান্ড

অনুশীলনের সময় শারীরিক কসরতের জন্য ক্রিকাটরদের জন্য ফুটবল খেলা নিষিদ্ধ করেছে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

মূলত ফুটবল খেলার সময় অনেক ক্রিকেটারই ইনজুরির শিকার হন বলে এ নিষেধাজ্ঞা দিয়েছে বোর্ড।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হয়েছে ইংল্যান্ডের কেপটাউন টেস্ট। এর আগে
বৃহস্পতিবার অনুশীলন করার সময় ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান ররি বার্নস। এরফলে, টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন ইংলিশ ওপেনার।

ফর্মে থাকা এই ওপেনারকে হারিয়ে টনক নড়েছে ইসিবির। কোচ ক্রিস সিলভারউডের সঙ্গে পরামর্শ করে ফুটবল নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়েছেন ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

Exit mobile version