Site icon Jamuna Television

শান্তি মিশনে মালিতে গেছেন বিমান বাহিনীর একটি দল

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে মালিতে গেছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১১০ সদস্য। প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর কন্টিনজেন্ট মালির উদ্দেশে ঢাকা ছাড়ে রাত তিনটার একটি ফ্লাইটে।

বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। শান্তিরক্ষী মিশনে সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জানানো হয়, মালিতে সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনী সেদেশের সরকার ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

Exit mobile version