Site icon Jamuna Television

ত্রিপলিতে বিমান হামলা, নিহত ১৮

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২৮ জনের। নগরীর দক্ষিণে হাদাবা এলাকার একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে শনিবার হয় এ হামলা।

লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের মুখপাত্র জানান, হামলায় আহত হয়েছেন আরও অনেকে। হামলার জন্য বিদ্রোহী কমান্ডার খলিফা হাফতারের বাহিনী- লিবিয়ান ন্যাশনাল আর্মিকে দায়ী করেছে লিবীয় প্রশাসন। যদিও হামলার দায়স্বীকার করেনি গোষ্ঠীটি।

গেলো এপ্রিলে ত্রিপলি দখলের অভিযান শুরু করে হাফতার বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে জাতিসংঘ সমর্থিত সরকারও। নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে প্রাণ গেছে কয়েক হাজার মানুষের। প্রধানমন্ত্রী মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই ত্রিপলির নিয়ন্ত্রণ নিয়ে অস্থির লিবিয়া।

Exit mobile version