Site icon Jamuna Television

সুদানে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৬৫

সুদানের ওয়েস্ট দারফুরে সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে ৬৫ জনের। প্রাদেশিক রাজধানী জেনেইনায় আরব ও আফ্রিকান আদিবাসী গোষ্ঠীর মধ্যে এক সপ্তাহ ধরে চলছে এ সংঘাত।

সংঘাতকবলিত দারফুরে কয়েক বছরে এটি সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। জানিয়েছে, অঞ্চলটিতে নিয়োজিত আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন।

ভুক্তভোগী বাসিন্দারা জানান, শুরুতে সংঘাতে আশ্রয়হীনদের ক্যাম্পে হামলা চালায় আরব বিদ্রোহীরা। পরে জ্বালিয়ে দেয় আশপাশের বেশ কয়েকটি গ্রাম।

বলা হচ্ছে, গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের মুখে অঞ্চলটি। এর ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে সুদানের নতুন সামরিক-বেসামরিক যৌথ সরকার ব্যবস্থা। গেল এপ্রিলে ক্ষমতা গ্রহণের পর থেকেই, দারফুরসহ দেশের সংঘাত কবলিত অন্যান্য দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে নতুন সরকার।

Exit mobile version