Site icon Jamuna Television

এফ এ কাপে আজ এভারটনের প্রতিপক্ষ লিভারপুল, চেলসির প্রতিপক্ষ নটিংহ্যাম

এদিকে এফ এ কাপের ৩য় রাউন্ডের ম্যাচে আজ এভারটনের মুখোমুখি হবে লিভারপুল আর চেলসির প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। এছাড়া ম্যাচ রয়েছে টটেনহ্যামেরও।

ঘরের মাঠ এনফিল্ডে এভারটনের বিপক্ষে সবশেষ ম্যাচে বড় জয়ই পেয়েছিলো ইয়োর্গান ক্লপ শিষ্যরা। ১ বছর ধরে অপরাজিত থাকা অলরেডদের হারাতে বেশ ভালোই বেগ পেতে হবে এভারটনকে। ইপিএলে ১১ নম্বরে থাকা এভারটন সবশেষ লিভারপুলের মাঠে জয় পেয়েছিলো ২১ বছর আগে ১৯৯৯ সালে। তাই ফর্মের তুঙ্গে থাকা সালাহ-মানেদের বিপক্ষে হার এড়ানোটাই এখন তাদের মূল লক্ষ্য। ১৯৩ দেখায় লিভারপুলের ৭৭ জয়ের বিপরীতে এভারটনের জয় ৫২ ম্যাচে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচ।

লিগে সবশেষ ৫ ম্যাচের মধ্যে দুটি হার আর ১টি জয়ে শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে ব্লুজ। তবে এফ এ কাপে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে স্ট্যামফোর্ড ব্রিজে বাড়তি সতর্ক থাকবে ল্যাম্পার্ডের দল। চ্যাম্পিয়নশিপের দল নটিংহ্যাম ফরেস্টের সাথে ৬৯ দেখায় ২৭ জয় চেলসির। ২১টি ম্যাচ হয়েছে ড্র আর ২১টিতে জয় নটিংহ্যামের। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা।

Exit mobile version