Site icon Jamuna Television

রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়

কোরবানি ঈদ উপলক্ষে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। বাস টার্মিনালে যাত্রীদের তেমন ভিড় না থাকলেও রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ দেয়া হচ্ছে ২৮ আগস্টের ট্রেনের অগ্রিম টিকিট।   বাসে প্রত্যাশিত দিনের টিকেটের অভাব চরমে।

সকাল ৬টা থেকে বাসের টিকিট বিক্রি শুরু হলেও ফজরের আগ থেকেই কাউন্টারে দাঁড়িয়ে যায় মানুষ। প্রত্যাশিত দিনের টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। বাসে এবার ৩০, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। অনলাইনে টিকিট বিক্রি করায় কিছু কিছু পরিবহনের কাউন্টারে ভিড় কম দেখা গেছে। অন্যদিকে ট্রেনের আগাম টিকিট নিতে রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা। আজ ২৮ তারিখের টিকিট দেয়া হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিদিন প্রায় ২৫ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।  অগ্রিম টিকিট নেয়ার পর যাত্রার সময় পরিবর্তন করা যাবে না। একসঙ্গে একজনকে সর্বোচ্চ চারটি টিকিট দেয়া হচ্ছে।

পর্যায়ক্রমে ২০ আগস্ট পাওয়া যাবে ২৯ আগস্টের টিকিট। আর ২১ ও ২২ আগস্ট দেয়া হবে ৩০ ও ৩১ তারিখের টিকিট।

Exit mobile version