Site icon Jamuna Television

আবারও অস্থির পেঁয়াজের বাজার

আবারও অস্থির পেঁয়াজের বাজার। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে খৈঝী ২০০ টাকায়। হঠাৎ করেই এই দাম বৃদ্ধির সুনির্দিষ্ট কোন কারণ খুঁজে পাওয়া যায়নি।

অথচ গেল সপ্তাহেও পেঁয়াজের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকার মধ্যে। বর্তমান খুচরা বাজারে, কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে চীন ও তুরস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে।

ভরা মৌসুমে নতুন পেঁয়াজ বাজারে থাকলেও সরবরাহ ঘাটতির পুরনো অজুহাতকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। পেয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। তবে, বাধ্য হয়ে বেশি দামেই নিত্য প্রয়োজনীয় পণ্যটি কিনতে হচ্ছে তাদের।

Exit mobile version