Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের ৭০ শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

মার্কিন বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তবে শনিবার যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে রাস্তায় নেমে আসেন শত শত মার্কিনি। ফক্স নিউজ জানিয়েছে, দেশটির অন্তত ৭০টি ছোট বড় শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

মার্কিন ওই বিমান হামলার প্রতিবাদে এদিন ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারী মধ্যপ্রাচ্যে প্রায় তিন হাজার মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্তেরও প্রতিবাদ করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা হোয়াইট হাউজের বাইরে যুদ্ধবিরোধী স্লোগান দেয়। এসময় বিক্ষোভকারী ‘নো জাস্টিস, নো পিস’ এবং ‘ইউএস আউট অব দ্য মিডল ইস্ট’ ইত্যাদি স্লোগান দেয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিরোধী জোট অ্যাক্ট নাউ টু স্টপ ওয়ার এন্ড রেসিজম (অ্যানসার) আরও কয়েকটি গ্রুপের সঙ্গে মিলে এই বিক্ষোভের আয়োজন করে। আয়োজকরা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রজুড়ে ৭০টির বেশি বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা করছে। এদিকে হোয়াইট হাউজের সামনে ছাড়াও, নিউইয়র্কের টাইমস স্কয়ার, শিকাগোয় ট্রাম্প টাওয়ারেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version