Site icon Jamuna Television

টাঙ্গাইলে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টা: পাঁচ আসামি রিমান্ডে

টাঙ্গাইলের সখীপুরে দুই কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার পাঁচ আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে।

মঙ্গলবার গ্রেফতারকৃত আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ডের জন্য সাত দিনের আবেদন জানান তিনি। বিচারক রুপন কুমার দাস পাঁচ আসামিকে একদিন কোরে রিমান্ড মঞ্জুর করেন। গত ২০ ডিসেম্বর অপহরণ ও ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে সখিপুর মহিলা কলেজের দুই ছাত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করে ৫ বখাটে। ঐদিন রাতেই পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন কলেজের অধ্যক্ষ। আসামিরা সবাই সরকার দলীয় সমর্থক বলে জানা গেছে।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version